Trending

ফিরছে অ্যাম্বাসেডর। একটা সময় পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস এর কারখানায় তৈরি এই গাড়ি একসময় দাপটে রাজত্ব করেছে দেশীয় বাজারে। তবে সময়ের সাথে সাথে মাঝে বিলীন হয়ে গেলেও, আবারও স্বমহিমায় ফিরছে দেশের শান, সাদা অ্যাম্বাসেডর।
ইউরোপের একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে হিন্দুস্তান মোটরস। ২০১৪- র পর আবারও উৎপাদন শুরু করতে চলেছে তারা। জানা গিয়েছে, এবার এই গাড়ি বাজারে আসার সম্ভাবনা ইলেক্ট্রিক গাড়ি হিসেবে। গাড়ির নতুন মডেল তৈরি হবে, হিন্দুস্থান মোটরসের চেন্নাইয়ের কারখানায়। তবে পুরো বিষয়টি খোলসা করে সামনে আসতে এখনও ২-৩ মাসের অপেক্ষা।
প্রাথমিক পর্যায়ে দুটি ইলেক্ট্রিক মোটরসাইকেল তৈরি করা হবে এবং এই অংশিদারিত্ব ৫১:৪৯ অনুপাতে হবে বলে সূত্রের খবর।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ