Trending

এখনই অবসর না নিলেও, সাম্রাজ্যের দায়িত্ব ভাগাভাগির কাজটা মোটামুটি সেরে রাখলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানী। সোমবার বার্ষিক সাধারণ সভায় সংস্থার শেয়ারহোল্ডার এবং গোটা দেশের সামনে তার ব্যবসায়ীক সাম্রাজ্যের উত্তরসূরিদের তুলে ধরলেন তিনি। তিন ছেলে মেয়ে আকাশ, ঈশা ও অনন্ত-এর মধ্যে তার সুবিশাল সম্পত্তি ভাগ-বাঁটোয়ারার কথা ঘোষণা করলেন তিনি। সার্বিক ভাবে ২.৭৫ লক্ষ কোটি টাকার লগ্নি পরিকল্পনাও ঘোষণা করেছে রিলায়্যান্স।
জিও-এর নেতৃত্বে, বড়ছেলে আকাশকে আগেই এনেছিলেন মুখেশ। এ দিন আনুষ্ঠানিক ভাবে টেলিকম ব্যবসায় তাঁর খুঁটি আরও পোক্ত করলেন। মেয়ে ঈশার হাতে প্রত্যাশিত ভাবেই খুচরো ব্যবসা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের ভার পরলো। অনন্তকে আবার তুলনায় নতুন ব্যবসা বিকল্প বিদ্যুতের দায়িত্ব দেওয়া হল। তবে এখনও পেট্রো-রসায়নের দায়িত্ব আলাদা ভাবে কাউকে দেননি মুখেশ।
এতো তাড়াতাড়ি দায়িত্ব ভাগের কারণটা স্পষ্ট। সম্পত্তির উইল না করেই বিপুল ভাবে সম্পত্তির সম্প্রসারণ করে ২০০২ সালে মারা যান ধীরুভাই আম্বানি। যার ফলে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাই মুকেশ ও অনিলের তিক্ত বিরোধের সাক্ষী থাকে গোটা দেশ। অনেকের মতে সেই অভিজ্ঞতা থেকেই এত দ্রুত সিদ্ধান্ত নিলেন মুখেশ আম্বানি।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ