Market

রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের মালিক মুকেশ অম্বানী গোটা পরিবার নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন। মুম্বইয়ের পরিবর্তে লন্ডনে বসেই ব্যবসার কাজকর্ম চালাবেন। দীপাবলির রাত থেকে এই খবর নিয়ে তোলপাড় দেশ।
পরে জানা গেল, অম্বানীর পরিবার বর্তমানে লন্ডনে ঠিকই। সাধারণত উৎসবের দিনগুলিতে অম্বানীরা দেশেই থাকেন। এ বার বিদেশ গিয়েছেন পরিবার নিয়ে। বাকিংহামশায়ারে বিশাল এক প্রাসাদ তৈরি হচ্ছে। এপ্রিল মাসে সেখানে স্টোক পার্কের কাউন্টি ক্লাবে ৩০০ একর জায়গা কিনেছে আম্বানির পরিবার, ৫৭০ লক্ষ পাউন্ড দিয়ে। সেখানেই পরিবার নিয়ে থাকার ব্যবস্থা হচ্ছে।
সবটাই সত্যি, কিন্তু মুম্বইয়ের পরিবর্তে লন্ডনে থাকার সিদ্ধান্ত নিয়েছে মুকেশের পরিবার—এটা ঠিক নয়। রিলায়েন্সের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, পরিবার নিয়ে লন্ডনে শিফট হওয়ার খবর একেবারেই ঠিক নয়। লন্ডনে নতুন কিছু ব্যবসার কথা চলছে। কথা চলছে ই-কর্মাসের মতো কিছু একটা করার। জিও মার্টকে ইংল্যান্ডে ব্যবসা করার ছাড়পত্র আদায়ের চেষ্টা চলছে। কিন্তু পরিবার শিফট হচ্ছে না।
ভারতীয় ব্যবসায়ীদের বিভিন্ন সময়ে চাপের মুখে থাকতে হয়। রাজনৈতিক নেতাদের নানা আব্দার সহ্য করতে করতে একটা সময় বিরক্ত বোধ করেন শিল্পপতিরা। কোভিডের সময় সেরামের মালিক আদর পুনারাওয়ালা দেশ ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলেন। কারণ কোভিশিল্ড তৈরির সময় তাঁর উপরে ব্যাপক রাজনৈতিক চাপ এসেছিল। কিন্তু মুকেশের ক্ষেত্রে তা হওয়ার কথা নয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত তাঁর মাথায়। ফলে তাঁর পাকাপাকি লন্ডনে থাকার কথাও মানা যাচ্ছে না। কিন্তু জল্পনা অব্যাহত।
ব্যুরো রিপোর্ট