Trending

শুরু হতে চলেছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। উৎসবের মরশুমকে পাখির চোখ করে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন চালু করতে চলেছে এই ফেস্টিভ্যাল। শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে। চলবে দীপাবলি পর্যন্ত।
উল্লেখ্য, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু করতে চলেছে দ্বিতীয়বারের জন্য। তবে এবারের ফেস্টিভ্যাল কোনভাবেই পাঁচ দিনের জন্য হবেনা। বা কোন বিশেষ পুজোর জন্য এই ফেস্টিভ্যালের আয়োজন করা হবে না। বরং এবারের যে ফেস্টিভ্যাল অ্যামাজন চালু করতে চলেছে তা হতে চলেছে বেশ দীর্ঘ। কারণ এবারে অ্যামাজনের এই ফেস্টিভ্যাল গ্রাহকদের জন্য খোলা থাকবে ৪ অক্টোবর থেকে দীপাবলি পর্যন্ত।
অ্যামাজন সূত্রে জানানো হয়েছে, আসছে উৎসবের দিকে চোখ রেখে যে বৃহৎ কর্মকাণ্ডের ভাবনাচিন্তা করা হয়েছে তাতে প্রায় ৮ লক্ষ ৫০ হাজার বিক্রেতা যুক্ত হতে পারবেন অ্যামাজনের সঙ্গে। গ্রাহকদের মধ্যে অ্যামাজনের মত প্ল্যাটফর্ম যথেষ্ট আকর্ষণ তৈরি করে। পুজোর মরশুমে অ্যামাজনের বিক্রিও পৌঁছয় তুঙ্গে। গ্রাহকদের চাহিদাও থাকে ভরপুর। তাই সবদিক মাথায় রেখে অ্যামাজনের এই সিদ্ধান্ত।
এদিকে অ্যামাজন ছাড়া ফ্লিপকার্ট ফেস্টিভ্যালকে লক্ষ্য করে পাঁচ দিনের জন্য নিয়ে আসতে চলেছে বৃহৎ মাপের সেল ইভেন্ট। অক্টোবরের ৭ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ফ্লিপকার্ট নিয়ে আসতে চলেছে এই বিগ বিলিয়ন ডে। তবে ফ্লিপকার্ট ৫ দিনের জন্য বিগ বিলিয়ন ডে ব্যবসা করলেও অ্যামাজনকে টেক্কা দেবে বলেই আশাবাদী এই সংস্থা। মনে করা হচ্ছে, এই দুটি ই-কমার্স জায়ান্টের ব্যবসা এবার রেকর্ড করতে পারে। অঙ্ক পৌঁছতে পারে ৯ বিলিয়ন ডলার পর্যন্ত।
ব্যুরো রিপোর্ট