Market
তবে কি আইনক্স অধিগ্রহণ করতে চলেছে অ্যামাজন? অতিমারি পরবর্তী ধাপে বিপুল ক্ষতির ভার মেটাতেই কি এবার অ্যামাজনই হয়ে উঠবে আসল ত্রাতা?
জানা গিয়েছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেন আইনক্স লেইজার অতিমারির আগের বছর অর্থাৎ ২০১৯-২০ সালে লাভ করেছিল ১৪১ কোটি টাকা। সেখানে অতিমারির পরের বছর ক্ষতির অঙ্ক গুনতে হয় প্রায় ২৫৭ কোটি টাকা।
একই অবস্থা পিভিআরের ক্ষেত্রেও। এই সংস্থাটি ২০১৯-২০ সালে যেখানে লাভের মুখ দেখেছিল ১৩১ কোটি টাকা মত, সেখানে অতিমারি পরবর্তী সময়ে ক্ষতির অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫.৬৪ কোটি টাকা।
এরইমধ্যে আবার তুমুল জনপ্রিয়তা পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। ভারতের বাজারে অ্যামাজনের ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা তুঙ্গে। আর এবার এসেছে নতুন বিনিয়োগের পালা। সূত্রের খবর, অ্যামাজনের ইচ্ছে দেশজুড়ে মাল্টিপ্লেক্সে বিনিয়োগ করার। যদিও এই বিষয় নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছে সংস্থা।
ব্যুরো রিপোর্ট