Daily

এবার কর্মীদের শিক্ষার খরচ বহন করবে অ্যামাজন। নিজস্ব সম্মুখসারির কর্মীদের কলেজের পড়াশুনোর খরচ বহন করবে মার্কিন ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। সম্প্রতি কোম্পানির তরফে প্রকাশিত একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে সংস্থা।
বেশ কিছুদিন ধরেই আমেরিকা ভুগছিল ব্যাপক কর্মী সংকটে। যার মাশুল গোনা থেকে বাদ পড়েনি অ্যামাজনও। যার সরাসরি প্রভাব পড়ে এই অনলাইন সংস্থার ব্যবসায়। এখন নিজস্ব কর্মীদের ধরে রাখতে এবং চাকরিপ্রত্যাশীদের আকৃষ্ট করতে এই নতুন পন্থা নিল সংস্থা। জানা গিয়েছে, কর্মীদের শিক্ষার খরচ বহন করার ক্ষেত্রে কোম্পানি বিনিয়োগ করবে ১২০ কোটি ডলার।
দক্ষতা ও প্রশিক্ষনের ক্ষেত্রে এই বিনিয়োগ যে গোটা আমেরিকা তথা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলবে সে বিষয়ে যথেষ্ট আশাবাদী কোম্পানির হেড অব কনজ্যুমার ডেভ ক্লার্ক। অ্যামাজনের এই অভিনব উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে আমেরিকার অর্থনীতিতে। বেড়েছে কর্ম সংস্থান। কাজেই ই- কমার্স সংস্থা অ্যামাজনের এই উদ্যোগ যে সত্যিই প্রশংসনীয় , তা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট