Trending

অ্যামাজন কর্তা জেফ বেজোসের টুইটের পরেই রীতিমত ভ্রু কুঁচকেছেন বহু অ্যামাজন গ্রাহক। এবার তারই জেরে অ্যামাজনের প্রাইম মেম্বারশিপ ছেড়ে দিচ্ছেন অনেকে। যার দরুণ অ্যামাজনকে ক্ষতির মুখে পড়তে হতে পারে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই শৈশবের স্বপ্ন পূরণ করেছেন জেফ বেজোস। নিজের ভাই এবং আরও দুই সফরসঙ্গীদের নিয়ে নিজেরই সংস্থা ব্লু অরিজিনের দৌলতে মহাকাশ ভ্রমণ সেরে এসেছেন তিনি। পৃথিবী থেকে ১০৬ কিলোমিটার উপর অবধি উঠেছিল তাঁদের মহাকাশ বিমান। মাত্র ১০ মিনিটের ভ্রমণের এই স্বপ্নপূরণের জন্য তিনি টুইটারে ধন্যবাদ জানিয়েছিলেন অ্যামাজনের কর্মী এবং গ্রাহকদের। তাঁদের জন্যই যে বেজোসের ভ্রমণ খরচ উঠেছে, সেই কথাও পক্ষান্তরে স্বীকার করে নিয়েছেন। আর তারপরেই শুরু হয় বিতর্ক।
মূলত, মার্কিন মুলুকে বহু আমেরিকান গ্রাহক বেজোসের এই বার্তাকে সঠিকভাবে গ্রহণ করেননি। উঠে এসেছে ধনী এবং দরিদ্রের ফারাক। যে কারণে প্রাইম মেম্বারশিপ ছেড়ে দিচ্ছেন অনেকে।
ব্যুরো রিপোর্ট