Market

জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার লক্ষ্য এবার প্রাইম ডে সেলস। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, খুব তাড়াতাড়ি তারা এই মেগা সেল শুরু করবে গোটা দেশ জুড়ে।
মনে করা হচ্ছে, ই-কমার্স সংস্থাটি জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে অগাস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রাইম ডে সেল নিয়ে হাজির হবে গ্রাহকদের কাছে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণেই প্রথম পর্যায়ে প্রাইম ডে সেল স্থগিত রাখতে বাধ্য হয় অ্যামাজন। আমেরিকাতেও প্রাইম ডে সেল এখন চালু হয়ে গেছে। আর ভারতে এই মুহূর্তে করোনার যা পরিস্থিতি, তাতে এই সেল চালু করতে খুব একটা অসুবিধার মুখে পড়তে হবে না সংস্থাকে। সেই মর্মে সমস্ত বিক্রেতার কাছে অ্যামাজন জুলাই মাসের শেষ সপ্তাহে এই মেগা সেল চালু করার খবরও পৌঁছে দিয়েছে। যাতে বিক্রেতারাও প্রস্তুত থাকেন। কারণ, প্রাইম ডে সেল আবারও ভারতীয় গ্রাহকদের যে আকর্ষণ করবে তা বলাই বাহুল্য।
মূলত, ৪৮ ঘন্টা বা দু’দিন ধরে এই প্রাইম সেল চলতে থাকে। অ্যামাজনের পক্ষ থেকে আগেও এই ধরণের প্রাইম সেল ইভেন্ট করা হয়। যেমন দিওয়ালির সময় অ্যামাজন বিভিন্ন প্রোডাক্টের ওপর আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির হয় ক্রেতাদের সামনে। তার সঙ্গে ক্রস সেল তো রয়েছেই। সংস্থা সূত্রে খবর, গত বছর প্রাইম ডে পিরিয়ডে অ্যামাজন ইন্ডিয়ার উপার্জন হয়েছিল ৫০০-৬০০ মিলিয়ন ডলার। এবারেও সংস্থাটি সেই লক্ষ্যেই ঝাঁপাতে চলেছে।
ব্যুরো রিপোর্ট