Jobs

প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের পথে হাঁটতে চলেছে অ্যামাজন। সংস্থা সূত্রে খবর, বিশ্বের অন্যতম প্রথম সারির এই সংস্থাটি ৫৫ হাজার কর্মী নিয়োগ করতে পারে। যার মধ্যে ৪০ হাজার নেওয়া হবে আমেরিকা থেকে এবং বাকি ১৫ হাজার নেওয়া হবে ভারত, জার্মানি এবং জাপান থেকে। তবে অধিকাংশ নিয়োগ হবে কর্পোরেট এবং প্রযুক্তিগত বিভাগে।
সংস্থার চিফ একজিকিউটিভ অ্যান্ডি জেসি জানিয়েছেন, খুচরো ব্যবসা যেমন ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে তেমনই ক্লাউড এবং বিজ্ঞাপনের সংখ্যা বাড়ার কারণেই উপযুক্ত দক্ষ কর্মীর খোঁজ করছে অ্যামাজন। এছাড়াও রয়েছে কক্ষপথে নতুন স্যাটেলাইট বসানোর কাজ যার নাম দেওয়া হয়েছে প্রোজেক্ট কুপার। তার জন্যও প্রচুর সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন আছে।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যামাজনের জব ফেয়ার। একদিকে যখন অতিমারি এবং লকডাউনের কারণে গোটা বিশ্ব জুড়ে চোখ রাঙাচ্ছে বেকারত্ব তখন অ্যামাজনের এই বিপুল নিয়োগ নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য অনেকটাই স্বস্তি এনে দেবে।
ব্যুরো রিপোর্ট