Trending
ই-কমার্স জায়েন্ট অ্যামাজন ইন্ডিয়া ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে আরও বিনিয়োগ করতে চলেছে তাদের ওটিটি প্ল্যাটফর্মে। সংস্থা সূত্রে খবর, ভারতীয় দর্শকদের মধ্যে যেভাবে সাবস্ক্রিপশন বাড়ছে তাতে অ্যামাজন ইন্ডিয়া নতুন লক্ষ্যমাত্রা নিয়েছে যাতে প্রাইম ভিডিও, অ্যামাজন মিউজিকের মত অ্যাপ খুললেই গ্রাহকরা আরও বেশি করে ভারতীয় কনটেন্ট দেখার সুযোগ পান। মূলত টায়ার টু শহরগুলি থেকে গ্রাহকদের বৃদ্ধি এক ব্যপক পর্যায়ে পৌঁছে গিয়েছে।
পশ্চিমবঙ্গে টায়ার টু শহরগুলির মধ্যে পড়ছে শিলিগুড়ি, হাওড়া, দুর্গাপুর। আবার তামিলনাড়ুতে কোডাইকানাল, মাদুরাই। তেমনই কর্ণাটকে মাইসোর। গোটা দেশের বিভিন্ন রাজ্যে অবস্থিত এই টায়ার টু শহরগুলিতে দ্রুত হারে বেড়েছে গ্রাহক সংখ্যা। তাই অ্যামাজন ইন্ডিয়ার লক্ষ্য আরও বেশি সংখ্যক অরিজিনাল কন্টেন্ট বাছাই করে প্রাইমকে ছড়িয়ে দেওয়া। যদিও অতিমারি পরিস্থিতির কারণে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে হোঁচট খেতে হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য ভিত্তিক নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয়কে তুলে ধরাই এখন তাদের প্রাথমিক লক্ষ্য। অতিমারির আগে থেকেই যে কারণে রিজিওনাল কনটেন্ট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সেই সকল কাজের প্রোডাকশন থমকে গেলেও এখন সেই প্রত্যেকটি কাজই তাদের পাইপলাইনে রয়েছে। একইসঙ্গে অ্যামাজন মিউজিকের জন্য তারা প্রাইভেট অ্যালবামের দিকেও নজর রাখছে।
ব্যুরো রিপোর্ট