Market

ঝুলে রইল অ্যামাজন-ফিউচার সালিশি মামলা। স্থগিতাদেশ জারি করল দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, ৫-৮ জানুয়ারি পর্যন্ত সালিশি প্রক্রিয়া বাতিল করেছে সিঙ্গাপুরের সালিশি আদালত। পরবর্তী শুনানি ১ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, এর আগে ফিউচারের সালিশি প্রক্রিয়া বাতিলের আবেদন খারিজ করেছিল দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সেইসময় ওই আদালতের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিংহের বেঞ্চে আবেদন জানায় কিশোর বিয়ানির সংস্থা। সেই আবেদন নথিভুক্ত করে অ্যামাজনকে নোটিসও পাঠায় আদালত। সঙ্গে জানানো হয়, সিঙ্গাপুরে সালিশির প্রক্রিয়া স্থগিত না করে ফিউচারের আবেদনের শুনানি করা সম্ভব নয়। এই মামলার পরবর্তী রায়দান হবে ১ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, ব্যবসা বিক্রির জন্য মুকেশ আম্বানীর রিলায়্যান্স রিটেলের সঙ্গে ২৪,৭১৩ কোটি টাকার চুক্তি করেছিল ফিউচার রিটেল। এই নিয়ে সালিশি আদালতে অ্যামাজন অভিযোগ দায়ের করেছিল, ফিউচার কুপন্সে তাদের অংশীদারি রয়েছে। অথচ, তাদেরকেই গোপন করে ব্যবসা বিক্রি করতে চাইছে ফিউচার। এরপরেই আইনি সংঘাতে জড়িয়ে পড়ে ফিউচার-অ্যামাজন। যদিও, আপাতত রিল্যায়েন্স ও ফিউচার রিটেলের চুক্তিতে স্থগিতাদেশ জারি করেছে সালিশি আদালত।
ব্যুরো রিপোর্ট