Market

বড়সড় সিদ্ধান্ত নিল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সংস্থার তালিকা থেকে সরিয়ে দেওয়া হল ৬০০ চিনা ব্র্যান্ড। সূত্রের খবর, এই সংস্থাগুলি অ্যামাজনের নিয়ম নীতি লঙ্ঘন করেছিল বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।
৬০০ চিনা ব্র্যান্ডকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে অ্যামাজন অবশ্য জানিয়েছে যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা কোনভাবেই চিনকে লক্ষ্য করেনি। বরং সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্রেতার কাছে সমস্ত পণ্য যদি সঠিকভাবে পর্যালোচনা করার সুযোগ থাকে এবং বিক্রেতা যদি সৎভাবে গ্রাহকদের সঠিক তথ্য যাচাই করতে দেয় তবে একটি সুস্থ বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়। তার জন্য অ্যামাজনের নিজস্ব কিছু নীতি রয়েছে। সেই নীতি যদি কোনভাবে লঙ্ঘিত হয়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
এদিকে চিনা ব্র্যান্ডগুলি অ্যামাজনকে হাতছাড়া করায় আপাতত তারা আলি এক্সপ্রেস বা ইবের মত প্ল্যাটফর্মগুলিকে বেছে নিচ্ছে। যা অ্যামাজনকে যথেষ্ট ক্ষতির মুখে ফেলতে পারে।
ব্যুরো রিপোর্ট