Jobs

প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দিল অ্যামাজন। সামনেই পুজো। তাই চাকরিপ্রার্থীদের জন্য চাকরির ঝুলি নিয়ে হাজির হলো অ্যামাজন। চাকরির সুযোগ করে দিল এই আমেরিকান ই-কমার্স জায়েন্ট।
পুজোয় সংস্থার ব্যস্ততা থাকে এক্কেবারে তুঙ্গে। কাজেই, অর্ডার তোলা, শিপিং, প্যাকিং সব মিলিয়ে প্রয়োজন প্রচুর লোকবল। আর এই উৎসব মরশুমে কোম্পানিতে যুক্ত হওয়া বেশিরভাগ নবাগত কর্মচারীই এখন অ্যামাজনে থাকা বর্তমান কর্মচারীদের সাহায্য করবে এই ব্যাপারে। এমনকি তাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবেও নিযুক্ত করা হয়েছে। সর্বোপরি,অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাও দিচ্ছে সংস্থা।
উৎসবের আবহে কাস্টমার সার্ভিস মসৃণ ও উন্নত করতে এই বিপুল কর্মী নিয়োগ ভীষণভাবে প্রয়োজন ছিল বলেই মনে করছে সংস্থা। সংস্থা জানিয়েছে, আগামী ২৫ সালের মধ্যে কমকরে ১০ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে এগোচ্ছে তারা।
ব্যুরো রিপোর্ট