Trending

স্বপ্ন সত্যি হতে চলেছে অ্যামাজন ইন্টারন্যাশনাল কোম্পানির অধিকর্তা জেফ বেজোসের। সামনের মাসেই পাড়ি দিচ্ছেন মহাকাশে। তাঁর এই সফর সঙ্গী হিসেবে থাকছেন তাঁর ভাই মার্ক বেজোস এবং এক অজানা যাত্রী। জেফের নিজের তৈরি সংস্থা দ্য ব্লু অরিজিনের তৈরি এই বিমানে করেই মহাকাশে ভ্রমণ করবেন জেফ।
আগামী জুলাই মাসের ২০ তারিখ দ্য ব্লু অরিজিনের তৈরি বিমান ‘দ্য ব্লু অরিজিন নিউ শেপার্ড’ এ চড়েই তাঁর শৈশবের স্বপ্ন পূরণ হতে চলেছে বলে জানিয়েছেন এই ধনকুবের।
উল্লেখ্য, দ্য ব্লু অরিজিনের এটাই প্রথম যাত্রীবাহী বিমান মহাকাশ পাড়ি দেবার জন্য। যেখানে জেফ এবং মার্কের সঙ্গে থাকবেন আরও এক যাত্রী। কিন্তু তাঁর নাম, পরিচয় এখনও অজানা। জানা গিয়েছে, এই সফরে কে সঙ্গী হতে পারেন তার জন্য একটি নিলাম করা হয়ে। যেখানে ১৪৩টি দেশের প্রায় ৬০০০ মানুষ অংশগ্রহণ করেছিলেন। নিলামে উঠে আসা ২.৮ মিলিয়ন মার্কিন ডলারের পুরোটাই যাবে দ্য ব্লু অরিজিন ফাউন্ডেশনে।
অ্যামাজনের দায়িত্ব থেকে জেফ নিজেকে সরিয়ে এনেছিলেন দ্য ব্লু অরিজিন সংস্থাটিকে তৈরি করার জন্য। মহাকাশ ভ্রমণের জন্য এই বিমানের কড়া প্রতিদ্বন্দ্বী এলন মাস্কের স্পেস এক্স এবং রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাক্টিক। নিজের স্বপ্ন পূরণ করার উচ্ছ্বাস সমাজ মাধ্যমেও শেয়ার করেছেন জেফ।
ব্যুরো রিপোর্ট