Trending

বেঙ্গালুরু বেসড ক্রিপ্টো এক্সচেঞ্জের একটি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে ওয়াজিরএক্স-এর (WazirX) ট্রেডিং ভলিউম ৪৩ বিলিয়ন ডলার ব্যবসা করেছে। এছাড়াও ২০২১ সালের সবথেকে বেশি ট্রেডেড ক্রিপ্টোকারেন্সি হল বিটকয়েন (Bitcoin), টেদার (Tether), শিবা ইনু (Shiba Inu), ডোজকয়েন (Dogecoin), ওয়াজিরএক্স টোকেন (WazirX Token) এবং ম্যাটিক (Matic)।
তবে, অবশ্য ওয়াজিরএক্স এই ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) নিয়ে একটি সার্ভেও করেছে। তাতে লক্ষ্য করা যাচ্ছে ৪৪ শতাংশ বিনিয়োগের মধ্যে ১০ শতাংশ বিনিয়োগ করা হয়েছে ক্রিপ্টোকারেন্সির বাজারে। এর মধ্যে নতুন মহিলা সদস্যের সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে প্রায় ১০০.৯ শতাংশে এবং পুরুষ সদস্যের সংখ্যা ৮২.৯ শতাংশ বেড়েছে। এছাড়া এই রিপোর্টে বলা হয়েছে মহিলারা বেশি পরিমাণে ট্রেড করছে বিটকয়েন। অন্য দিকে পুরুষেরা বেশি পরিমাণে ট্রেড করছে শিবা ইনুতে। সেই সার্ভেতে লক্ষ্য করা যাচ্ছে, ওয়াজিরএক্স-এর ৬৬ শতাংশ ইউজারের বয়স ৩৫ বছরের নিচে।
ভারতে ক্রিপ্টোকারেন্সির বাজার এগোচ্ছে দ্রুত গতিতে। ৫৪ শতাংশ মানুষ ক্রিপ্টোকারেন্সির বাজারকে নিজের কেরিয়ার বানাতে চায়। এর মধ্যে রয়েছে ক্রিপ্টো স্পেস, অন্ত্রেপ্রেনারশিপ, ফিনান্স এবং বিজনেস ডেভেলপমেন্টের মতো বিষয়গুলি।