Daily

সম্মানের মুকুটে বসলো আরও একটি পালক। নোবেল ঘরে এনেছিলেন আগেই। সমাজবিজ্ঞানে স্পেনের সর্বোচ্চ সম্মাননা অনুষ্ঠানে সুদূর স্পেন তখন কাঁপছে সমাজবিজ্ঞানের রাজপুত্র বঙ্গ, ভারতের তথা বিশ্বের অমর্ত্য সেনের নামে। এবার ‘প্রিন্সেস অব অস্টুরিয়াস’ সম্মানে ভূষিত হলেন নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেন।
স্পেনের প্রিন্সেস অফ অস্টুরিয়াস ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ভিক্ষের ওপর অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণা এবং তার ‘থিওরি অব হিউম্যান ডেভেলপমেন্ট’ জনকল্যাণকর। গত কয়েক দশক ধরে বিশ্বে ন্যায়বিচারের প্রশ্ন তুলে তিনি সকলের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়ে চলেছেন এই অর্থনীতিবিদ। তার কাজ কখনও প্রাসঙ্গিকতা হারাতে পারে না। গত বুধবার ২৬ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর নাম ঘোষণা করা হয়। সম্মানিত করা হয় জোয়ান মিরোর একটি মূর্তি, একটি প্রশংসাপত্র ও ৫০ হাজার ইউরোর মাধ্যমে।
এর আগে উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অব সুইডেন পুরস্কার বা অর্থনীতির নোবেল পুরস্কার লাভ করেন তিনি।
ব্যুরো রিপোর্ট