Daily

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সটান কাঠগড়ায় তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিঁধলেন প্রশ্নবানে।
গত শুক্রবার ‘রাষ্ট্রীয় সেবা দল’ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন ভারতের করোনার বেহাল অবস্থার জন্য দায়ী প্রধানমন্ত্রীর সংশোয়াছন্ন মনোভাব। টিকা উৎপাদন শুরু হয়েছিল ভারতেই। আবার ভারতীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। তবে অতিমারির সাথে লড়াই করতে বেগ পেতে হচ্ছে কেন ভারতকে? এরকম অবস্থাতে দাঁড়িয়েও নিজের কৃতিত্ব পেতে কেন প্রধানমন্ত্রী টিকা রপ্তানিতে লাগাম লাগলেন না? এদিন প্রধানমন্ত্রীকে ব্যাঙ্গ করে তিনি বলেন, সরকার সিজোফ্রেনিয়া রোগে আচ্ছন্ন। যে রোগে সত্যকে সত্য বিচার করার ক্ষমতা লোপ পায় এবং মানুষ এক ভ্রমের মধ্যে বাঁচে।
প্রধানমন্ত্রী যখন গোটা বিশ্বকে তার ক্যারিশমা দেখাতে ব্যস্ত তখন নিজের ঘরেই আগুন জ্বলছে তাঁর। তাঁর নিজের দেশ রীতিমতো ঝাঁঝরা হয়ে গিয়েছে অতিমারীতে। কোনো পরোয়া না করেই প্রধানমন্ত্রী এগিয়েছেন কৃতিত্বের প্রশংসা কুড়োতে। বর্তমানে সংক্রমণে রাশ টানা গেলেও মানুষের জীবন রয়েছে সংশয়ে।
দেশের প্রতিনিধিত্ব করে তিনি কিভাবে পারলেন দেশকে খাদের ধারে দাঁড় করাতে? তিনি কি আদৌ ভারতের যোগ্য প্রতিনিধি? অমর্ত্য সেনের কাঠগড়ায় দাঁড়িয়ে কি উত্তর দেবেন ভারতের প্রধানমন্ত্রী এখন সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট