Agriculture news
সার্ভিসেস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর এন্ড এগ্রিকালচার সেক্টর- একটা দেশের ইকোনমিক্যাল ড্রাইভিং ফোর্স ডিপেন্ড করে এই তিনটে প্যারামিটারের ওপর। যেখানে সার্ভিসেস সেক্টরে ইন্ডিয়ার গ্লোবাল র্যাঙ্কিং ১১, ম্যানুফ্যাকচারিং সেক্টরে ১২ আর এগ্রিকালচার সেক্টরে ইন্ডিয়ার গ্লোবাল র্যাঙ্কিং হচ্ছে ২। কতজন জানে সে কথা? ১৯৬০-এর সবুজ বিপ্লব, কতটা বদল এনেছে কৃষিক্ষেত্রে? কখনও আবহাওয়ার মনমর্জি, কখনও মাটির মতিগতি আর কখনও জীবাণু, আগাছা আর ব্যাকটেরিয়ার আক্রমণ- সব মিলিয়ে অস্বাভাবিক ক্ষতির মুখোমুখি হয়েছে ভারতের কৃষিক্ষেত্র। পরিসংখ্যান বলছে, প্রতিবছর ভারতের চাষিভাইরা নয় নয় করে প্রায় ৩ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হন। যে দেশের অর্থনীতির ৭০% কৃষির নির্ভরশীল, সে দেশের মানুষের জন্য এই পরিসংখ্যানটাই কি যথেষ্ট অ্যালার্মিং নয়? আর ঠিক এই পরিস্থিতিতেই চাষিভাইদের পাশে এসে দাঁড়ালো, সুপার অ্যাগ্রো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-ভারতের অন্যতম প্রধান অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ