Daily

কিছুদিন আগেই হাতই ছিল ভরসা, কিন্তু সেই যোগদান বেশিদিন স্থায়ী হল না। গোয়ায় তৃণমূল নিজেদের দাপট অব্যাহত রাখতে গিয়ে এবার নিজেদের দলে টানল কলকাতা ময়দানের জনপ্রিয় প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অ্যালভিটো। এর আগেই প্রবাদপ্রতীম টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজও নাম লিখিয়েছিলেন ঘাসফুল শিবিরে।
এবার গোয়ায় তৃণমূলের সংগঠন বিস্তারে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন লিয়েন্ডার। এমনকি, তাঁর বান্ধবী অভিনেত্রী কিম শর্মাকেও এখন দেখা যাচ্ছে তৃণমূলের নানা কর্মসূচিতে। এরই মধ্যে অ্যালভিটোকে দলে এনে নয়া চমক দিল বাংলার শাসক দল।
তবে এই যোগদান বিষয়ে গোয়ার রাজনৈতিক মহলের ধারণা, ইতিমধ্যেই গোয়ায় জাঁকিয়ে বসেছে তৃণমূল। কংগ্রেসের ঘর ভেঙে নিজেদের ঘর গোছাচ্ছে তাঁরা। গোয়ার দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেস ছেড়ে। এরপর থেকেই দুবার গোয়া সফর সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, সামনের বছরের শুরুতেই গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল যে কোমর বেঁধেই নামতে চলেছে, তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে অ্যালভিটোর যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ। গোয়ার ভোটের ময়দানে কলকাতার ক্লাবের প্রাক্তন এই তারকা ফুটবলার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে ধারণা বিশেষজ্ঞদের।
ব্যুরো রিপোর্ট