Market

বর্তমানে অপ্রচলিত শক্তি ব্যবহারের বিষয়ে চারিদিকে হৈ হৈ রব উঠলেও, কয়লার চাহিদা যে বাড়বে সে বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। অন্তত ২০৩০ সাল অবধি চাহিদার পাল্লা ঝোঁকা থাকবে কয়লার দিকেই। চাহিদা বাড়বে বই কমবে না। আর এমনই সময় কয়লা সংকটে ধুঁকছে অ্যালুমিনিয়াম শিল্প। বন্ধের মুখে ক্যাপ্টিভ প্ল্যান্টগুলি।
চাহিদা বাড়লেও, শিল্পক্ষেত্রে মজুত নেই কয়লার। গত অগাস্ট মাস থেকেই সংকট বহাল কারখানাগুলোতে। শিল্পের বক্তব্য, অবিলম্বে কয়লা সরবরাহ না হলে, পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যেতে পারে। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে অ্যালুমিনিয়াম ক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রচুর মানুষজনকে। কাজকর্ম সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনে কমপক্ষে ২৫-৩০ রেক কয়লা সরবরাহের আর্জি জানিয়ে সরকারের দারস্থ হয়েছে এই শিল্প।
ভারতীয় অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন জানিয়েছে, অ্যালুমিনিয়াম শিল্পের জন্য ব্যবহৃত বিদ্যুৎ প্লান্টগুলোর কাছে মাত্র ৩-৪ দিনের কয়লা মজুত রয়েছে। কিন্তু কয়লা ব্যবহারের নির্ধারিত সীমা থাকে ১৫ দিন। এই পরিস্থিতিতে শিল্পকে বাঁচাতে, সরকার যদি অবিলম্বে কোনো সিদ্ধান্ত না নেয়, সেক্ষেত্রে হয়তো বড়সড় ক্ষতির সাক্ষী থাকতে হবে এই ক্ষেত্রকে।
ব্যুরো রিপোর্ট