Market
দেশের গাড়ি বাজারে এসইউভি মার্কেটের রমরমা বেশ কয়েকদিন ধরেই। কিন্তু এবার এই বাজারে মারুতি কামব্যাক করছে তাদের নতুন গাড়ি অলটো কেটেন হ্যাচব্যাক নিয়ে। কারণ সংস্থার আশা, বর্তমানে এই ধরণের গাড়ির প্রতিদ্বন্দ্বিতা অনেক কম। আর যে কারণেই অলটো কেটেন গাড়িকে আবারও ফিরিয়ে আনতে চাইছে মারুতি সুজুকি। একইসঙ্গে ফিরতে পারে এসপ্রেসো।
৯৯৮ সিসির ইঞ্জিন ক্যাপাসিটি নিয়ে এই গাড়ির বাজার নিঃসন্দেহে উল্লেখযোগ্য ছাপ রাখতে চলেছে। মনে করা হচ্ছে, গাড়ি বাজারের ৭.৮% শেয়ার এখনো দখলে রয়েছে এই হ্যাচব্যাক গাড়ির। ২০২২ অর্থবর্ষে মারুতি সুজুকি অলটো এবং এসপ্রেসো গাড়ি বিক্রি হয়েছে প্রায় ২,১১,৭৬২ ইউনিট। প্রসঙ্গত, বিগত ২০ বছরে ৪.৩ মিলিয়ন ইউনিট গাড়ি বিক্রি করে অলটো থেকে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু ২০২০ সালের পর অলটো কেটেন গাড়ি তৈরি বন্ধ হয়ে যায়। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে মারুতি সংস্থা আশা করছে, এসইউভি মার্কেটের এই রমরমা বাজারে হ্যাচব্যাক গাড়িকে ফিরিয়ে এনে ফের জনপ্রিয়তার শীর্ষে দাঁড় করাতে পারে অলটোকে।