Market
বিক্রির নিরিখে ছাপিয়ে গেল মারুতি সুজুকির অল্টো। জানা গিয়েছে, এন্ট্রি লেভেল সেগমেন্টে সেরা গাড়ির স্থান পেয়েছে অল্টো গাড়ি। যেখানে অতিমারির ধাক্কা খেয়ে গাড়ি শিল্প একরকম হোঁচট খেয়েছিল সেখানে দাঁড়িয়ে অল্টোর বিক্রি নিঃসন্দেহে সংস্থাকে অনেকটাই আশা জুগিয়েছে। জানা গিয়েছে, চলতি বছর জুন মাসে মারুতি সুজুকির অল্টো বিক্রি হয়েছে ১২,৫১৩ ইউনিট। গত বছরের জুন মাসের থেকেও কিছুটা বেশি। গত বছরের জুন মাসে বিক্রি হয়েছিল মাত্র ৭,২৯৮ ইউনিট। জানা গিয়েছে, এই বছর এক ধাক্কায় বিক্রি ৭১% বেড়ে গিয়েছে।
সাধারণক্ষেত্রে অল্টোর দাম শুরু হয় ২.৯৯ লক্ষ টাকা থেকে। পেট্রোল, ডিজেলের পাশাপাশি রয়েছে সিএনজি অপশন। সূত্রের খবর, মারুতি সুজুকি পরের বছর নিয়ে আসতে পারে অল্টো-র নতুন আপডেটেড ভার্সান। মনে করা হচ্ছে, নতুন অল্টো গাড়ি তৈরি করা হবে হার্টটেকট প্ল্যাটফর্মের ওপর নির্ভর করেই। যার ওপর নির্ভর করেই তৈরি হয়েছে ওয়াগনআর এবং এসপ্রেসোর মত মডেল। সুতরাং পরের বছরে যদি গাড়ি কেনার কথা ভেবে থাকেন তবে কিন্তু অল্টো গাড়ি আপনাকে খুব একটা খারাপ সফর করাবে না।
ব্যুরো রিপোর্ট