Daily

ভাঙতে না পারলেও মচকাবে ঠিকই। ভারতে জন্ম ডেল্টা স্ট্রেইন বেশ নাছোড়বান্দা। টিকাতেও রোখা যায়না সংক্রমণ। তবে হাসপাতালে যাওয়া থেকে বাঁধতে পারবে টিকাকরণ। বিশেষ বারবড়ন্তও হবে না, টিকা নেয়া থাকলে। তাই যত শীঘ্র সম্ভব প্রয়োজন টিকাকরণ, জানাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ
পিটার হরবি।
গত ২১ শে জুন লকডাউন সম্পূর্ণ তুলে দেওয়ার কথা ছিল ব্রিটেনে। বদলে,এক মাস বাড়ানো হয়েছে বন্দিদশা। একইসঙ্গে ঝোড়ো গতিতে চলছে গণ টিকাকরণ কর্মসূচি। কারণ একটাই, ভারতের ডেল্টা স্ট্রেইনের সংক্রমণ ছড়িয়েছে সুদূর ব্রিটেনের মাটিতে। আগামী ১৯ শে জুলাই বন্দিদশা তুলে নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত থসকলেও, বিশেষজ্ঞ মহল ডেট নয় ডেটার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
বিশ্বের বহু দেশে ইতিমধ্যেই শিথিল করা হয়েছে করব বিধি। কিন্তু তাতে সংক্রমণ ঠেকানো যাচ্ছে কোথায়? বরং একের পর এক ভারিয়েন্ট এসে চিন্তা বাড়িয়ে দিচ্ছে মানুষের। রাশিয়া, ওশিয়ানিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের ৮৫ টি দেশে চলছে ডেল্টার ঝোড়ো ব্যাটিং। পরিস্থিতি যুঝতে কতটা প্রস্তুত বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামো? আদৌ বাঁচানো যাবে তো মানুষকে? উত্তর খুঁজছে অসহায় বিশ্ববাসী।
ব্যুরো রিপোর্ট