Market
পুজোর মুখে হেঁশেলে আগুন ধরিয়ে দিচ্ছে রান্নার গ্যাসের দাম। বর্তমানে একটি সিলিন্ডার পিছু গ্রাহকের খরচ হচ্ছে ৯২৬ টাকা মত। দুর্মূল্যের বাজারে যা কার্যত গ্রাহকদের নাভিশ্বাস তুলছে। আর শুধু সিলিন্ডার খরচই নয়। বরং পাল্লা দিয়ে বেড়েছে শাকসব্জির দাম। সব মিলিয়ে সংসার চালাতে গিয়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। আর ঠিক এমন একটি সময়ে ক্রেতাদের মধ্যে উৎসাহ বাড়াছে সিলিন্ডারের বিকল্প।
সাধারণের পছন্দের তালিকায় সিলিন্ডারের বিকল্প হিসেবে উঠে আসছে রাইসকুকার, মাইক্রোওয়েভ বা ইনডাকশন কুকারের মত সামগ্রী। বিদ্যুতের ব্যবহার করে হেঁশেল খরচে ভারসাম্য রাখার চেষ্টা করছেন তাঁরা। তার অন্যতম প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, এক লিটার জল গরম করার জন্য এলপিজিতে খরচ পড়ে যেখানে ১০ টাকা মত, সেখানে রাইস কুকার বা ইনডাকশন কুকার ব্যবহার করলে সেক্ষেত্রে সাশ্রয় হবে গ্রাহকের। খরচের অঙ্ক একটু কমে দাঁড়াতে পারে ৮ টাকার কাছাকাছি।
তবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সিলিন্ডারের চেয়ে পাইপ বাহিত গ্যাসের প্রতি জোর দিচ্ছেন অনেকে। কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা বলছেন পাইপ বাহিত গ্যাসের জনপ্রিয়তা বাড়ানোর কথাও জানিয়েছেন। একইসঙ্গে তাঁরা বলছেন, যে গতিতে সিলিন্ডারের দাম বেড়েছে, তাতে বর্তমানে সুরাহা পাওয়ার কোন উপায় নেই। আর যে কারণে রাইসকুকার, মাইক্রোওয়েভ বা ইনডাকশন কুকারের মত বিদ্যুৎচালিত বিকল্প জ্বালানীকে সমাধানের পথ হিসেবে বেছে নিয়েছেন।
ব্যুরো রিপোর্ট