Daily

যেখানে কেন্দ্র সমর্থন জানিয়ে বলেছে রাজ্যগুলিকে নিখরচায় ভ্যাকসিন দেওয়া হবে সেখানে চড়া দামে বিক্রি হতে দেখা গেল ভ্যাকসিনকেই। যার ফলে টিকা নিতে গিয়ে দামের বহর শুনে কপালে উঠল চোখ। ঘটনাটি ঘটেছে বর্ধমানে। সেখানে সবুজ সংঘ ও আমরি মুকুন্দপুরের যৌথ উদ্যোগে করোনা ভ্যাক্সিন দেওয়ার ক্যাম্প চলছে। সবুজ সংঘে দেওয়া হচ্ছে দুই ধরণের ভ্যাকসিন। একটি কোভিশিল্ড- যার বর্তমান মূল্য সেখানে রাখা হয়েছে ৯৫০ টাকা এবং কোভ্যাকসিনের মূল্য রাখা হয়েছে ১৫৫০ টাকা।
যেখানে নির্দ্বিধায় বিনামূল্যে করোনার ভ্যাকসিন গোটা রাজ্য জুড়েই দেওয়া চলছে সেখানে সবুজ সংঘ ও মুকুন্দপুরের যৌথ উদ্যোগে কিভাবে এতো টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে? স্থানীয়রা অবশ্য এখন অপারগ। ভ্যাকসিনের গুরুত্ব বুঝে অধিক দানে হলেও টিকা নিচ্ছে। তাঁদের মতে, যেহেতু এখন ফ্রি ভ্যাকসিন পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না তাই বাধ্য হয়েই বাচাঁর তাগিদে এতগুলো মূল্যের বিনিময়ে এই ভ্যাকসিন নিতে হচ্ছে।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান