Daily

শিব শঙ্কর চ্যাটার্জি ,দঃ দিনাজপুরঃ বিয়ের 27 বছরের মাথায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বালুরঘাটের টাওয়ার মোড়ের ঘটনা। মৃতার নাম সুস্মিতা মিত্র চাকি। অভিযোগ বাপের বাড়ির সম্পত্তির দাবিতে বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ স্বামী বিপ্লব মিত্র তার গায়ে আগুন ধরিয়ে দেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে। অভিযোগ , ঘটনা আড়াল করতে স্ত্রীকে বাঁচানোর লোক দেখানো অভিনয় করেন স্বামী। প্রতিবেশীরাই তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকাল সাতটা নাগাদ তিনি মারা যান। ঘটনায় মৃতার বাপের বাড়ির তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
খিদিরপুরে বাড়ি মৃতার মা শিখা চাকীর অভিযোগ ১৯৯৪ সালে টাওয়ার মোড়ে বাড়ি বিপ্লব মিত্র সাথে সুস্মিতার বিয়ে হয় ।অভিযোগ , বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে বিপ্লব মিত্র তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকেন, দাবিমতো তা না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই অত্যাচার শুরু করেন ও গাঁয়ে আগুন ধরিয়ে দেন ।