Daily

হিংসার আবহাওয়াই কি তবে বাংলার রাজনীতিতে চিরস্থায়ী হল? নির্বাচনী ফলাফল প্রকাশ পেয়েছে এক সপ্তাহ হয়ে গেল, তবু কমছে না হিংসা। আর এবার হিংসার বলি মা-মেয়ে।
পূর্ব বর্ধমানের ভাতার থানার আমারুণ গ্রামে বুধবার দুই তৃণমূল কর্মীকে ব্যপক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।
জানা গিয়েছে, বুধবার সকালে আমারুণ গ্রামের তৃণমূল কর্মী মঙ্গলা সরকার এবং তাঁর মা ফুলি সরকারকে মারধর করে হাত ভেঙে দেয় প্রতিবেশীরা। প্রতিবেশীদের প্রত্যেকেই বিজেপি সমর্থক বলে এলাকায় পরিচিত। এরপর মঙ্গলা সরকার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বুধবার রাতে গ্রেফতার করা হয় মহাদেব সরকার এবং সৌরভ সরকার নামে দুই ধৃতদের। বৃহস্পতিবার বিচারবিভাগীয় তদন্তের জন্য বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান