Daily

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। করোনার প্রকোপে যখন কাবু গোটা দেশ, হাহাকার বেড়েছে টিকার জন্য সেই মুহূর্তে প্রকাশিত হওয়া এমন তথ্য বিস্ময় করছে দেশবাসীকে। প্রতি তিন ডোজ টিকায় নষ্ট হচ্ছে এক ডোজ টিকা!
টিকা নেয়ার লম্বা লাইনে দাঁড়ানো হাজারেরও বেশি মানুষ। তবে টিকার দেখা নেই। দেশের চিত্রটা এখন এমনি। সেখানে নাকি নষ্ট হচ্ছে টিকা। দিল্লি, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যের অভিযোগ, চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ করতে পারছে না কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ঝাড়খন্ড ও ছত্তিশগড়ে করোনার টিকার প্রতি তিনটি ডোজে প্রায় এক ডোজ নষ্ট হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে করোনার টিকার ডোজ নষ্ট হওয়ার জাতীয় গড় হার ৬ দশমিক ৩ শতাংশ। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি টিকার ডোজ নষ্ট হচ্ছে ঝাড়খন্ডে। রাজ্যটিতে করোনার টিকার ডোজ নষ্ট হওয়ার হার ৩৭.৩%। তালিকায় এরপরই রয়েছে ছত্তিশগড় (৩০.২%) এবং তামিলনাড়ু(১৫.৫%)।
মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় যখন বিপর্যস্ত ভারতে টিকার সংকট চরম আকার নিয়েছে, অনেক রাজ্য জনসংখ্যার অনুপাতে চাহিদা অনুযায়ী টিকা পাচ্ছে না, তখন টিকার ডোজ নষ্ট রোধে আরও বেশি সচেতন হওয়া ও কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তারা।
ব্যুরো রিপোর্ট