Daily
রাজ্য রাজনীতিতে কুকথার ঝড় থামছে না এই নির্বাচনী ময়দানে। চতুর্থ দফার হিংসাত্মক ভোটে প্ররোচনামূলক বক্তব্যের জন্য কমিশন বিধি-নিষেধ আরোপ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর। একইসঙ্গে কমিশন হাবরায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার উপর আরোপ করে নিষেধাজ্ঞার বেড়াজাল।
এদিন মালদার ইংরেজবাজারে চা চক্রে যোগ দিয়ে আবারও হিংসাত্মক ঘটনা প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা সায়ন্তন বসুর বিরুদ্ধে।
সায়ন্তনের এই হিংসাত্মক প্ররোচনামূলক বক্তব্যকে নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে শোরগোল। শাসক তৃণমূলের পক্ষ থেকে অবিলম্বে সায়ন্তনী গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে।
সম্প্রতি একই অভিযোগ ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। রাহুল সিনহার সমর্থনে বসিরহাটের এক নির্বাচনী সভায় প্ররোচনা মূলক বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এমনটাই অভিযোগ তৃণমূল নেতৃত্বের।
যদিও কুকথার এই আক্রমণ প্রতিআক্রমণের প্রতিযোগিতায় পিছিয়ে নেই শাসক তৃণমূলও। হাবরায় শুভেন্দুর বিরুদ্ধে তোপ ডাকতে গিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলে আমি মুখ খুললে শুভেন্দুর কোমরে দড়ি পড়বে। যথারীতি প্রতিক্রিয়া দিতে ছাড়েননি বিজেপির এই তরুণ তুর্কি শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবুর বক্তব্য তার কাছেই আছে খাদ্য মন্ত্রীর বিরুদ্ধে চাল চুরির যাবতীয় অভিযোগ।
অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে দিয়েই যথেষ্ট সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যেই শনিবার হতে চলেছে রাজ্যের পঞ্চম দফার ভোট। পঞ্চম দফায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ভোটে এই কথার আদৌ কোনো প্রভাব পড়বে কিনা অথবা আরও একটা শীতলকুচি হবে কিনা তা নিয়েই প্রশ্ন তুললেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
ব্যুরো রিপোর্ট