Market

কেন্দ্রের লক্ষ্য হল সমস্ত সরকারি বাজে খরচ কমিয়ে তার মানোয়ন্নন করা। আর্থিক সংস্কারের নীতি অনুযায়ী তাই মোদি সরকারের লক্ষ্য প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ। এছাড়াও কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সার ইত্যাদি খাতে সরকারি ভর্তুকির বরাদ্দ কমিয়ে আনা। অন্তত এমনটাই মনে করছেন কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমনাথন।
ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চ আয়োজিত ইন্ডিয়া পলিসি ফোরাম ২০২১ শীর্ষক আলোচনায় এমনই মতামত দিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব। সেখানেই তিনি প্রকাশ করেছেন যে, ধীরে ধীরে সমস্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে। উল্লেখ্য, বর্তমানে দুটি ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে।
এছাড়াও তিনি জানিয়েছেন, কেন্দ্রের উচিত জ্বালানিতে ভর্তুকি তুলে নেওয়া। এমনকি শিক্ষা এবং স্বাস্থ্যখাতে যে ভর্তুকি দেওয়া হয় তা আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও দেখা দরকার।
এমনিতেই পেট্রোল-ডিজেল থেকে রান্নার গ্যাস সবক্ষেত্রেই মূল্য বৃদ্ধি হয়েছে গ্যালোপিং গতিতে। কিন্তু ভর্তুকি সেই অর্থে উধাও। ফলে চড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল জনজীবন। একইসঙ্গে আশঙ্কা করা হচ্ছে যে, আগামীতে কোন ব্যাঙ্ক সরকারের হাতে না থাকলে বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন দেশের বহু প্রান্তিক অঞ্চলের মানুষ। এমনই আশঙ্কার কথা শোনালেন অর্থনীতিবিদদের একাংশ।
ব্যুরো রিপোর্ট