Daily

অনলাইনে গাঁজা বিক্রির জন্য ইতিমধ্যেই অপরাধের শিরোনামে রয়েছে প্রখ্যাত মার্কিন ই-কমার্স সংস্থা আমাজনের নাম। সম্প্রতি মধ্যপ্রদেশের ভিন্ড শহরে গাঁজা ডেলিভারির অপরাধে আমাজন ইন্ডিয়ার এগজকিউটিভ ডিরেক্টরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। চলছে প্রতিবাদ। আর এবার আমাজন কর্তাদের গ্রেফতারির দাবিতে সরব হলো ব্যবসায়ী সংগঠন।
জনপ্রিয় এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইটকে কাজে লাগিয়ে বিপুল অঙ্কের মাদক লেনদেন করা হয়েছে বলে দাবি উঠেছে। সম্প্রতি মধ্যপ্রদেশে পুলিশ ৭২০ কেজির গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় আমাজনের নাম। তবে এখন আবার মনে করা হচ্ছে, হয়তো দেশ জুড়ে ড্রাগ পাচারের ক্ষেত্রেও আমাজনের নাম জড়িয়ে থাকতে পারে। চলছে তদন্ত।
ইডি মনে করছে, দেশের বিভিন্ন প্রান্তে এই মাদক সরবরাহ চলত অ্যামাজনের মাধ্যমে। গাঁজা চক্রে সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে। আর এর পরই টনক নড়ে মধ্যপ্রদেশ প্রশাসনের। অন্যদিকে ২০১৯ সালের আমাজন আর ফিউচার রিটেলের চুক্তিতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘিত হচ্ছে বলে আমাজন কর্তাকে তলব করেছে ইডি।
ব্যুরো রিপোর্ট