Trending

সাবধানের মার নেই। নতুন বছরেই শিয়রে আতঙ্ক। গোটা দেশে হাই জাম্প দিচ্ছে করোনা। চোখ রাঙানি থেকে বাদ পড়ে নি বাংলাও। এমন পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়েই লক্ষ্য করা যাচ্ছে তুমুল প্রশাসনিক তৎপরতা। স্বাস্থ্য দফতরের কর্তারাও ফের নেমে পড়েছেন আসরে। সংক্রমণকে বাগে আনার জন্য। তাই এখনো যে সকল জায়গায় করোনার প্রকোপ এখনো ভয়াবহ রূপ নেয়নি সেই সকল এলাকাতেও আগাম প্রস্তুতি নিয়ে রাখতে কোনরকম কার্পণ্য করছে না প্রশাসন। সেই প্রস্তুতির ছবিটাই এবার ধরা পড়ল আলিপুরদুয়ার জেলায়।
আলিপুরদুয়ার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একেবারে তলানিতে এসে যাওয়ায় তোপসিখাতা কোভিড স্পেশ্যাল হাসপাতালটি পড়েই ছিল। কিন্তু যেভাবে বাংলায় করোনার বিস্ফোরণ হচ্ছে, তাতে ভবিষ্যতে আবারো প্রয়োজন পড়তে পারে এই কোভিড হাসপাতালের। তাই আগাম প্রস্তুতির জন্য তোপসিখাতা কোভিড হাসপাতাল স্বাস্থ্য দফতরের কর্তাদের নিয়ে পরিদর্শন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।
এই হাসপাতালে রয়েছে সব ধরণের ব্যবস্থা। রয়েছে ১১০টি বেড। রয়েছে শিশু বিভাগ। গর্ভবতী মহিলাদের জন্য বিভাগ। আলিপুরদুয়ারের জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে জেলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৮। এদের মধ্যে ৪৭ জন রয়েছেন হোম আইসোলেশনে। একজন ভর্তি রয়েছেন জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে। তোপসিখাতা কোভিড স্পেশ্যাল হাসপাতাল পরিদর্শনের পর জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি খারাপ হলে তার মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর।
অভিজিৎ চক্রবর্তী
আলিপুরদুয়ার