Daily
১। ধোপে টিকল না কেন্দ্রের নির্দেশ। মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করলেন তিন বছরের জন্য।
২। কেন্দ্র প্রতিহিংসামূলক রাজনীতি করছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারও আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে নর্থ ব্লকে যোগদান করার জন্য কেন্দ্রের নির্দেশ আসে। তারপরেই সাংবাদিক বৈঠকে আলাপনকে মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
৩। আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বীপী গোপালিকা। দ্বিবেদীই ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব।
৪। নারদ মামলা কি আদৌ স্থানান্তরিত হবে অন্য রাজ্যে? যান্ত্রিক গোলযোগের কারণে সিবিআইয়ের তরফ থেকে পাঠানো সব ফাইল এসে পৌঁছল না কোর্টে। সোমবার অমীমাংসিত থাকল তার উত্তর। আজ, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় হবে নারদ মামলার শুনানি।
৫। খুচরো দোকান খোলা থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা থাকবে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত। ১০% কর্মী নিয়ে তথ্য প্রযুক্তির অফিস খোলা যাবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মাণ কর্মীদের টিকা নিয়ে তবেই নির্মাণ কাজ করতে পারবেন। মাস্ক পরতে হবে, মানতে হবে করোনা বিধি।
৬। লকডাউনের মেয়াদ বাড়াল অরুণাচল প্রদেশ। ৭টি জেলায় লকডাউনের মেয়াদ বাড়ান হল ৭ জুন পর্যন্ত। কোভিড রিভিউ মিটিং-এ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী পিমা খান্ডু। বন্ধ বাজারহাট। রাস্তায় রয়েছে কড়া পুলিশি নজরদারি। গত সপ্তাহেই করোনার গ্রাফ সবচেয়ে ওপরে উঠেছিল।
৭। জম্মু কাশ্মীরে চালু হল আনলক পর্ব। ৩১ মে থেকে আবার ছন্দে ফিরতে চলেছে জনজীবন। তবে রাখা হয়েছে কিছু নির্দেশ। দোকান খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। এবং একদিন অন্তর খুলবে দোকান। ক্ষতির মুখ থেকে বেরিয়ে আসার দিশা পেলেন ব্যবসায়ীরা।
৮। মুম্বইয়ের জৈন মন্দিরকে ভ্যাক্সিনেশন সেন্টারে রূপান্তরিত করা হল। ১০০টি শয্যা থাকছে এই সেন্টারে। টিকার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হবে না কাউকে। প্রত্যেকেই টাইম স্লট পেয়ে যাবেন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের গাইডলাইন মেনে। থাকছে হুইলচেয়ারের ব্যবস্থা। প্রত্যেককে দেওয়া হবে জলের বোতল। ব্যবস্থা থাকছে চা-কফিরও।
৯। ক্রমশ উন্নতি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার। রবিবার রাতে খবরও শুনেছেন তিনি। যদিও এখনও তাঁকে রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে।
১০। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন অভিনেতা কার্তিক আরিয়ান। কর্ণ জোহর, শাহরুখ খানের পর এবার আনন্দ এল রাইয়ের ছবি থেকেও বাদ পড়লেন তিনি। জানা গিয়েছে, আনন্দ এল রাইয়ের চিত্রনাট্য শুনেছিলেন কার্তিক। তারপরেই জানা যায় কার্তিকের পরিবর্তে নায়ক হতে চলেছেন আয়ুষ্মান খুরানা।
ব্যুরো রিপোর্ট