Daily

একটা সময় ছিল যখন দেশের ভাগ্য নির্ধারণ করতেন ক্ষত্রিয়রা। দেশ শাসন থেকে শুরু করে আজ আর্থিকভাবে শক্তিশালী করে তোলা এমনকি দেশের রীতিনীতি, নিয়ম শৃঙ্খলা তৈরিতেও ক্ষত্রিয়রা এগিয়ে আসে সংঘবদ্ধভাবে। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আজ দেশের ক্ষত্রিয়রা হারিয়ে ফেলছে একতা। তাই ক্ষত্রিয় সমাজকে পুনরায় দাঁড় করানোর জন্য বড়সড় পদক্ষেপ নিল অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজ।
সম্প্রতি নদীয়ার হরিণঘাটার ফতেপুরে তাদের সাংগঠনিক শাখা খোলার জন্য স্থানীয় রাধামাধব মন্দিরে এক সভার আয়োজন করল। ফতেপুর, বামন পাড়া, হাড়িপুকুর, বামন বেড়িয়ায় বহু পরিবার আছেন যাদের পদবি সিংহ রায়। তাঁদের সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসে উন্নয়ন সহ সমাজসেবামূলক কাজে একসঙ্গে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে এই সংগঠন।
গোটা বিশ্বে মানুষের সেবা করাই ক্ষত্রিয় সমাজের মূল লক্ষ্য। দেশরক্ষা করার জন্য একসময় শ্রীরাম, মহারাণা প্রতাপ যেভাবে নিম্নবর্গীয় মানুষদের একসঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছিলেন এখন এই সংগঠনও সেই একইভাবে মানুষের সেবা করার জন্য এগিয়ে যেতে চায়। এমনটাই জানালেন সংগঠনের মহাসচিব অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজ শংকরবত সিং।
সারা দেশে ক্ষত্রিয় সমাজের মানুষের সংখ্যা ৪ কোটি। আর সারা দেশে অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের শাখা রয়েছে ৭০০-রও বেশি। বহুমুখী সমাজ সেবামূলক কাজের পাশাপাশি উন্নয়নের দিকটাই ধরে রাখতে চাইছেন এই সংগঠনের সঙ্গে যুক্ত প্রতিটি ক্ষত্রিয়। নদীয়ার হরিণঘাটার ফতেপুরে তাদের সাংগঠনিক শাখা খুলে সেই লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেলেন তাঁরা।
সুব্রত সরকার
নদীয়া