Trending

ধান নিয়ে আমেরিকায় গবেষণার সুযোগ পেলেন বাংলার ছেলে আকাশ দত্ত। পূর্ব বর্ধমানের আকাশ ছাড়া গোটা এশিয়া থেকে আর একজন এই গবেষণা করতে পারবেন। তিনি বাংলাদেশের নাগরিক।
জানা গিয়েছে, আকাশ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের পরীক্ষায় পূর্ণ যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন। তারপরেই ডাক আসে সটান মার্কিন মুলুক থেকে। জানা গিয়েছে, আকাশ গবেষণা করবেন কিভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে উন্নতমানের উচ্চ ফলনশীল ধান উৎপাদন করা যায়। আকাশ পশ্চিমবঙ্গের ধান নিয়েই যাবতীয় গবেষণা করবেন। তাঁর বক্তব্য বহু প্রতিকূল পরিস্থিতিতে ঠিকমত ধান উৎপাদন করা যায়না। যে কারণে বারবার ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। আর সেই কারণে প্রতিকূল পরিস্থিতিতেও যাতে ধান চাষিরা ধান উৎপাদন করতে পারেন, সেদিকেই নজর রাখবেন আকাশ।
ব্যুরো রিপোর্ট