Daily
দীর্ঘ ১৮ বছরের বিরতির পর আবার সিনেমায় ফিরতে চলেছেন রাই সুন্দরী। তাও আবার রবি ঠাকুরের গল্পে। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চোখের বালি’। যা জাতীয় পুরস্কারও পেয়েছিল। সেইসঙ্গে আন্তর্জাতিক মহলেও ভীষণভাবে প্রশংসিত হয়েছিল এই ছবিটি। যেখানে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য। বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আবার প্রায় ১৮ বছর পর ফের রবি-কাহিনি অবলম্বনে তৈরি সিনেমায় অভিনয় করতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন।
রবীন্দ্রনাথের ‘তিনকন্যা’ অবলম্বনে তৈরি হতে চলেছে ইন্দো আমেরিকান ছবি ‘দ্য লেটার’। ‘দ্য লেটার’ছবির পরিচালক ঈশিতা গঙ্গোপাধ্যায় জানান, করোনা পরিস্থিতিতে যখন সবটাই স্তব্ধ হয়ে যায় তখন থেকেই ঐশ্বর্যার সঙ্গে ছবি নিয়ে কথা চলছিল। চিত্রনাট্য শুনে অভিনেত্রী অভিনয়ে রাজি হন।
কবিগুরুর রচনা অবলম্বনে তৈরি হওয়া এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঐশ্বর্য। আর সবথেকে বড়ো বিষয় বচ্চন বধূর পরামর্শেই এই ছবি ইংরাজি ভাষায় তৈরি হচ্ছে। যাতে আন্তর্জাতিক দর্শককেও টানা যায়।
স্বভাবতই আশা করাই যায় দীর্ঘ ১৮বছরের বিরতি ভেঙে ফিরে আসা রাই সুন্দরী আবারও বড়ো চমক দেবে দর্শকদের।
ব্যুরো রিপোর্ট