Daily

শোকজ করা হল ঐশী ঘোষকে। ক্যাম্পাসে ঐশীর বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ এনেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। শোকজের কারণ হিসাবে বলা হয়েছে, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খল আচরণ করেছিলেন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ। ঐশী ছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছেন আরেক এসএফআই ছাত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ ডিসেম্বর বোর্ড অফ স্টাডিজের মিটিংয়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেন ঐশী ঘোষ। অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা চিফ প্রকটর রজনীশ কুমার। যে কারণেই এই শোকজের চিঠি ধরান হয়েছে ঐশী ঘোষকে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছে বলেও কর্তৃপক্ষ অভিযোগ এনেছে ঐশী ঘোষের বিরুদ্ধে। ঘেরাও, ধর্না, হিংসাত্মক ঘটনা ইত্যাদির কারণে ব্যহত হয়েছে পঠনপাঠন যা বিশ্ববিদ্যালয়ের ২৫ নং ধারার মধ্যে পড়ে। আগামী ২১ জুনের মধ্যে এই নোটিশের উত্তর দিতে বলা হয়েছে ঐশীকে। নাহলে তাঁর বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা।
যদিও ঐশী ঘোষের দাবি, অতিমারি পরিস্থিতিতে দীর্ঘদিন পঠনপাঠন বন্ধ। আটকে স্কলারশিপের টাকা, সমস্যা রয়েছে জলের। এমনকি ভ্যাকসিনেশনও হয়নি এখনও পর্যন্ত। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে নজর না দিয়ে ছাত্র ছাত্রীদের শাস্তি দেওয়াকেই গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছে।
ব্যুরো রিপোর্ট