Market

এমনিতেই মূল্যবৃদ্ধির জেরে ছেঁকা খাচ্ছে আমজনতা। ঘরে-বাইরে টের পাওয়া যাচ্ছে মূল্যবৃদ্ধির আঁচ। পেট্রোল ডিজেল থেকে প্রতিদিনের বাজার। এবার সেই তালিকায় যোগ হল মোবাইলের খরচ। কয়েকদিন আগে ভারতী এয়ারটেল জানিয়েছিল, গ্রাহক পিছু বাড়তে চলেছে প্রি-পেড খরচ। সেই মতই শুক্রবার থেকে এয়ারটেল গ্রাহকদের মোবাইল খরচ বাড়ল বেশ কিছুটা। কিন্তু যেখানে প্রতিটি জিনিসের মূল্যবৃদ্ধিতে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড়, সেখানে এয়ারটেলের খরচ বাড়ল কেন?
সংস্থা সূত্রে জানানো হয়েছে, উন্নত পরিষেবা দিতে এবং ব্যবসার মান আরো ভালোভাবে বজায় রাখতেই এয়ারটেল পরিষেবা খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন মোবাইলের খরচ বাড়ার অন্যতম কারণ বেহাল সংস্থাগুলির হাল ফেরানোর আপ্রাণ চেষ্টা। এমনিতেই জিও আসার পরে টেলিকম শিল্পে ব্যপক পরিবর্তন আসে। খরচের বহর একেবারে কমে যাওয়ায় বিরাট অঙ্কের গ্রাহক হারাতে বাধ্য হয় এয়ারটেল সহ অন্যান্য সংস্থাগুলি। তারপরেই কড়া প্রতিদ্বন্দ্বিতায় জিও-র সঙ্গে ক্রমশই পিছিয়ে পড়তে থাকে এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলি। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে জিও কি মাসুল বাড়ানোর পথে হাঁটবে? সেই প্রশ্নের উত্তর আপাতত নেই।
ব্যুরো রিপোর্ট