Daily

বিগত কয়েক বছর ধরে ভারতের টেলিকম বাজারের রাজা জিও। অন্তত সমীক্ষা তো তাই বলছে। তবে, বিশ্বাস করুন! পিছিয়ে নেই অন্যতম টেলিকম জায়েন্ট সংস্থা, ভারতী এয়ারটেলও। বরং বাজারে চলা সেয়ানে সেয়ানে লড়াইতে জিওকে পিছনে ফেলে গ্রাহক সংখ্যা বিপুল বাড়িয়েছে এই সংস্থা। সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্ট এমন কথাই বলছে।
সবেমাত্র ভারতী এয়ারটেল তার ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে। আর সেখানেই দেখা গিয়েছে যে, কোম্পানির ইউজারবেস এবং ইউজার পিছু গড় আয় উভয়ই আগের তুলনায় বেড়েছে লক্ষণীয়ভাবে। ২০২২ অর্থবর্ষের দ্বিতীয় প্রান্তিকে এয়ারটেলের ৪জি ইউজারের সংখ্যার বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৩৯.৯ মিলিয়ন। আর প্রান্তিক হিসেবে সংস্থার ইউজার বেড়েছে ৮.১ মিলিয়ন। পাশাপাশি বার্ষিক ভিত্তিতে ইউজারদের দ্বারা মোবাইল ডেটা খরচ বেড়েছে ৪৭.৫ শতাংশ। রিপোর্ট বলছে, সব মিলিয়ে এয়ারটেলের ইউজার পিছু গড় আয় হয়েছে ১৫৩ টাকা।
ভারতের বাজারে ভারতী এয়ারটেলের ক্রেজ নিয়ে প্রশ্ন কোনোদিনই ছিল না। আর আজও নেই। সম্প্রতি সংস্থাটি ইন্ডিয়া বিজনেস পোস্টের মাধ্যমে ১৯,৮৯০ কোটি টাকার কোয়ার্টারলি রেভেনিউ জেনারেট করেছে। সেখানে দেখা গিয়েছে যে, সেই কোয়াটারলি রেভিনিউ-এর অঙ্ক তুলনামূলকভাবে বার্ষিক প্রবৃদ্ধির চেয়ে ১৮.৩ শতাংশ বেশি। রয়েছে আরও একঝাঁক ইতিবাচক দিক। সংস্থার ব্যবসায়িক আয় বৃদ্ধি পেয়েছে। বছরে বৃদ্ধি ১১.৫ শতাংশ। এটি কোম্পানি বা বিনিয়োগকারীদের জন্য বেশ ইতিবাচক ও উত্সাহজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট