Market
এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে এলো গ্রাহকদের জন্য বড় সুযোগ। রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সমঝোতা করে আমানতের পরিমাণ বাড়িয়ে দিল এই সংস্থা। এতদিন পর্যন্ত গ্রাহকেরা এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা রাখতে পারতেন। এবার সেই অঙ্কের ঊর্ধ্বসীমা আরও ১ লক্ষ টাকা বাড়িয়ে করা হল ২ লক্ষ টাকা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় দেশের অর্থনীতিকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। আমানতের অঙ্ক বাড়ানোর ফলে আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছে যাবে তারা। শুধু ছোট ব্যবসায়ীরাই নয়, বড় ব্যবসায়ীরাও উদ্যোগী হবেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা নিতে।
মূলত গরিব পরিবার এবং ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিতে এই সংস্থা নিজের পথ চলা শুরু করলেও বর্তমানে প্রায় ৫৫ লক্ষ গ্রাহক তৈরি হয়েছে। যারা ব্যবহার করছেন এই ব্যাঙ্কের পরিষেবা। স্বাভাবিকভাবেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বর্তমানে নেটওয়ার্ক দুনিয়ায় বেশ শক্তিশালী হয়ে উঠেছে। গ্রাহকদের পরিষেবা দিতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
ব্যুরো রিপোর্ট