Daily

এয়ারটেলের গ্রাহকেরা পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা পর্যন্ত জীবনবীমা। টেলিকম সংস্থাগুলির লম্বা দৌড়ে জিও এগিয়ে থাকলেও, একেবারে পিছিয়ে নেই এয়ারটেল। গ্রাহকদের সুবিধার্থে অতিমারী আবহে নিয়ে এসেছে স্বাস্থ্যবীমা, জীবনবীমা সহ নানা চমকপ্রদ অফার।
আপনি যদি এয়ারটেলের প্রিপেড গ্রাহক হন তাহলে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারটেলের প্রিপেড গ্রাহকরা ১৭৯ টাকার রিচার্জে পাবেন ২ লক্ষ টাকা এবং ২৭৯ টাকার রিচার্জে পাবেন ৪ লক্ষ টাকার কভারেজ। এছাড়াও জনধন যোজনার অ্যাকাউন্টের সাথে পাওয়া রুপে ডেবিট কার্ডে গ্রাহক পাবেন ৩০ হাজার টাকার জীবনবীমা ও ২ লক্ষ টাকার ব্যক্তিগত জীবনবীমার কভারেজ।
এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। এলপিজি কানেকশনের সঙ্গে গ্রাহকরা পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারেজের জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন অর্থাৎ এলপিজি সংক্রান্ত কোনো দুর্ঘটনা ঘটলে গ্রাহক পাবেন এই টাকা। ইপিএফও গ্রাহকরা এমপ্লই ডিপোজিট লিংকেড ইনস্যুরেন্স স্কিমে এই সুবিধা পান।
ব্যুরো রিপোর্ট