Jobs

৩৫৬ জন জুনিয়র একজিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আবেদন করা যাবে অনলাইনেই। আবেদনের শেষ তারিখ ২১ শে জানুয়ারি। অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ-এর সময় ভয়েস টেস্ট করা হবে। এবং এই পুরো বিষয়টাই নয়া দিল্লিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
ফিজিক্স অথবা অঙ্কে ন্যুনতম ৬০% নম্বর নিয়ে গ্র্যাজুয়েট পাশেরা আবেদন করতে পারেন।
ইঞ্জিনিয়ারিঙের যেকোনো শাখার ডিগ্রি কোর্স পাশেরা ন্যনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলে আবেদন করতে পারবেন।
বয়সঃ আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে ১০ বছরের ছার পাওয়া যাবে।
বেতনঃ ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা
আবেদন ফিঃ ১০০০ টাকা
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে www.aai.aero / www.aai-aero-career গিয়ে প্রথমে একটি ভ্যালিড মেইল আইডি সহ নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের ছবি, সিগনেচার, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ ও অন্যান্য তথ্য সহ সাবমিট করতে হবে। এরপর অনলাইনেই পেমেন্ট করতে পারবেন আবেদনকারীরা। সবশেষে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখতে হবে। বিস্তারিত জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero / www.aai-aero-career থেকে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ