Trending

যা দেখা গেছে কল্পবিজ্ঞানের সিনেমায়, তাই বিজ্ঞানের দৌলতে হল বাস্তব। মাটি থেকে কয়েকশো ফুট উচ্চতায় একেবারে উড়তে দেখা গেল একটি গাড়িকে। খুব সম্প্রতি স্লোভাকিয়ার একটি শহর থেকে আরেকটি শহরে উড়ে যেতে দেখা যায় এই এয়ারকার-কে। যা ৩৫ মিনিটে নিত্রা বিমানবন্দর থেকে পৌঁছে যায় ব্রাতিস্লাভা বিমানবন্দরে। উড়ন্ত এই গাড়িটি তৈরি করেছেন প্রোফেসর স্টেফান ক্লেন এবং অ্যান্টন জেজাক।
উড়ন্ত গাড়ির এই প্রথম প্রোটোটাইপটির পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে। প্রপেলার লাগানো এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১৬০ হর্সপাওয়ারের বিএমডব্লিউ ইঞ্জিন। এই এয়ারকারের প্রথম প্রোটোটাইপটি উড়বে ৮২০০ ফুট উচ্চতায়। এয়ার কারের সর্বোচ্চ গতিবেগ রাখা হয়েছে ১৯০ কিমি/ঘণ্টা। এমনকি ৪০ ঘণ্টা উড়ান সফলভাবেই হয়েছে। প্রথমে এই এয়ারকারটি ৩৫ মিনিটে পৌঁছে যায় ব্রাতিস্লাভা বিমানবন্দরে। তারপর মাত্র ২ মিনিট ৩৫ সেকেন্ডের মাথায় সেটি একটি স্পোর্টস কারের চেহারা নেয়।
জানা গিয়েছে, স্পোর্টস কার হিসেবে যখন গাড়িটি চলছে তখন গাড়ির ভেতরে থাকা বোতাম টিপলেই বেরিয়ে আসবে প্রপেলার। যে কারণে গাড়িটি তখন আকাশে উড়তে সক্ষম হবে। প্রাথমিকপর্যায়ে জানা গিয়েছে, আপাতত গাড়িটিতে ২ জন সওয়ার করতে পারবেন। গাড়িটির বহনক্ষমতা থাকবে ২০০ কেজি। তবে ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে বলেই জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট