Prime
Daily
সাইবার হামলার কবলে এয়ার ইন্ডিয়া
By Business Prime News | May 22, 2021
Daily
চাঞ্চল্যকর খবর পাওয়া গেল ভারতের উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে।
সাইবার হামলার হয়েছে এয়ার ইন্ডিয়ার ডেটা সার্ভারে। এর ফলে চরম ক্ষতির মুখোমুখি হতে পারেন সংস্থার সাথে যুক্ত অন্তত ৪৫ লক্ষ গ্রাহক।
স্টার অ্যালিয়েন্স নেটওয়ার্কের সদস্য এয়ার ইন্ডিয়া বলছে, ২০১১ সালের ২৬ আগস্ট ও ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধিত তথ্যে চালানো হয়েছে এই হামলা। পাসপোর্ট, টিকিটের তথ্য সহ ক্রেডিট কার্ডের তথ্য চুরির আশঙ্কায় আছেন গ্রাহকেরা। ওয়েবসাইটে সব গ্রাহকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলার অনুরোধ জানিয়েছে সংস্থা। তবে কারা সাইবার হামলা চালিয়েছে, তা সঠিকভাবে জানা যায়নি।
যদিও পরবর্তী সময়ে তাদের সিস্টেমে আর কোনো সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
ব্যুরো রিপোর্ট