Market
সব জল্পনার অবসান। টাটার হাতেই ফিরল এয়ার ইন্ডিয়া। একইসঙ্গে সম্পূর্ণ হল ইতিহাসের বৃত্ত। ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া কিনে নিল টাটা গ্রুপ। কেন্দ্রের তরফ থেকেও মিলেছে অনুমোদন। সর্বোচ্চ দরপত্র দিয়ে কেন্দ্রের কাছ থেকে বিমান সংস্থাকে অধিগ্রহন করে নিল টাটা গোষ্ঠী। ফলে আশা করা যায়, ঋণভারে জর্জরিত বিমান সংস্থা আবারো মুক্তির উড়ান ফিরে পাবে টাটা গ্রুপের হাত ধরে।
একটা সময় এয়ার ইন্ডিয়াই ছিল দেশের সর্ববৃহৎ বিমান সংস্থা। কিন্তু দেখা গেল, সময়ের সঙ্গে পাল্লা দিতে না পারার কারণে ক্রমশই ঋণের বোঝা চাপতে থাকে এয়ার ইন্ডিয়ার ঘাড়ে। এরপর দেখা যায় এয়ার ইন্ডিয়ার মাথায় লোকসানের অঙ্ক চাপে প্রায় ৭০ হাজার কোটি টাকা। এই বিপুল ঋণভারে এয়ার ইন্ডিয়ার উজ্জ্বল ইতিহাস ক্রমশই ফিকে হয়ে পড়ে। সংস্থাকে চালাতে গিয়ে কার্যত নাভিশ্বাস ওঠে সরকারের। একটা সময় হাত তুলে দেয় সরকার। তারপরেই এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণ নিয়ে কার্যত মাঠে নেমে পড়ে টাটা গোষ্ঠী। একটা সময় যে উড়ান টাটাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল, কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর মহারাজার মুকুটে যুক্ত হল হারানো পালক। টাটা গ্রুপের হাত ধরেই।
ব্যুরো রিপোর্ট