Trending

যদি আপনাকে বলা হয় অত্যন্ত কস্টলি কিন্তু সব থেকে আরামদায়ক ভ্রমণের মাধ্যমের কথা, আপনার মাথায় কিন্তু সবার প্রথমে বিমানের কথাই আসবে। সঠিক অর্থের অভাবে সাধারণত মধ্যবিত্ত মানুষরা এই বিমান সচরাচর যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করার সুযোগ পান না। কিন্তু এবার বিনামূল্যে বিমান ভ্রমণের একটি দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হল এয়ার এশিয়া সংস্থা। ৫০ লক্ষ মত আসন বিনামূল্যে বিক্রি করা হবে এয়ার এশিয়ার পক্ষ থেকে। গত ১৯ এ সেপ্টেম্বর থেকে বিক্রি করা শুরু হয়েছে এই বিনামূল্যের টিকিট, এবং আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
মাঝখানে বেশ কিছু ত্রুটি থাকায় কার্যত ধ্বসের মুখে পড়েছিল এয়ার এশিয়া সংস্থা। কিন্তু অতি দ্রুত এই ত্রুটি সংশোধন করে ফের আকাশে উড়ান দেবে এয়ার এশিয়ার বিমান। এই সাফল্যকে সেলিব্রেট করার লক্ষ্যেই বিনামূল্যের টিকিট বিতরণ করা হচ্ছে ভারতীয় বিমান সংস্থা এয়ার এশিয়ার পক্ষ থেকে। ওয়েবসাইটের পাশাপাশি এয়ার এশিয়ার নিজস্ব অ্যাপেও বিনামূল্যের এই টিকিট পাওয়া যাবে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৮ শে অক্টোবরের মধ্যে ভ্রমণের জন্য এই বিনামূল্যের টিকিটগুলি দেওয়া হচ্ছে।
এয়ার এশিয়া গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার কারেন চ্যান বলেছেন, এই অফার দেওয়ার মূল কারণ হলো সংস্থার ২১ তম জন্মবার্ষিকী এবং বিশ্বব্যাপী ধীরে ধীরে সকল আকাশ সীমানা ফের খোলার ঘটনাকে উদযাপন করার জন্য। এছাড়াও তিনি আরো আশ্বাস দেন যে, তারা সর্বদাই বিমান ভ্রমনকে সকলের সামর্থের মধ্যে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ