Jobs

অ্যাসিস্টেন্ট ডায়েটিশিয়ান, জুনিয়র ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, স্যানিটারি ইন্সপেক্টর সহ বিভিন্ন শাখায় নিয়োগ করতে চলেছে নয়াদিল্লির অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্টেন্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। ১৯৭ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করতে চলেছে তারা। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। আবেদন করা যাবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
শিক্ষাগত যোগ্যতাঃ
অ্যাসিস্টেন্ট ডায়েটিশিয়ান(৫টি)
ফুড অ্যান্ড নিউট্রিশনে এমএসসি এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড ২(১৮টি)
ফার্মাসিতে ডিপ্লমা বা ডিগ্রি কোর্স পাশেরা আবেদন করতে পারেন।
রেডিওলজিক্যাল টেকনিশিয়ান (১২টি)
রেডিওগ্রাফিতে বিএসসি অনার্স বা পাস গ্র্যাজুয়েট।
জুনিয়র ফিজিওথেরাপিস্ট(৫টি)
সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ এবং ফিজিওথেরাপিতে ডিগ্রি কোর্স পাশ হতে হবে।
স্টেনোগ্রাফার(১৪টি)
উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি ইংরেজি শর্ট হ্যান্ডে দক্ষ হতে হবে। মিনিমাম টাইপিং স্পিড ৮০ প্রতি মিনিট হতে হবে।
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্টেন্ট(৪০)
উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি ইংরেজি শর্ট হ্যান্ডে দক্ষ হতে হবে। টাইপিং স্পিড প্রতি মিনিটে ৩৫ থাকা আবশ্যক।
স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড ২(৪টি)
মাধ্যমিক পাশ এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের সার্টিফিকেট কোর্স করা হতে হবে।
আবেদন ফিঃ
জেনারেল প্রার্থীদের জন্য ৩০০০ টাকা
এসসি, এসটি, ওবিসি এবং ইডবলুএস প্রার্থীদের জন্য ২৪০০ টাকা
প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না।
আবেদন করা যাবে www.aiimsexams.ac.in ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটে দেওয়া ইনফরমেশন সাবধানে ফিল আপ করতে হবে। নিজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে প্রার্থীদের। এরপর ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে অনলাইনে পে করতে হবে। সবশেষে সিস্টেম জেনারাতেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ