pujo scope 2022
উত্তর কোলকাতা মানেই গলিঘুঁজি। আনাচে কানাচে নজরকাড়া প্যান্ডেল। প্যান্ডেলের জাঁকজমক দেখলে জাস্ট হাঁ হয়ে থাকতে হবে। উত্তর কোলকাতার এমনই এক প্যান্ডেল আহিরিটোলা যুবকবৃন্দে আমরা পৌঁছে গিয়েছিলাম। অসাধারণ এক থিমে তৈরি হচ্ছে প্যান্ডেল। উপস্থিত ছিলেন স্বয়ং শিল্পী রত্নদ্বীপ প্রামাণিক। বিজনেস প্রাইম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বললেন শিল্পী?
আহিরিটোলা যুবকবৃন্দের এবারের থিম আঁচলে-আঁধারে। শিল্পী রত্নদ্বীপ প্রামাণিক এবং তার টিম নিষ্ঠা ভরে কাজ করে চলেছেন। আর তাদের হাতের জাদুতেই এবার সেজে উঠছে আহিরিটোলা যুবকবৃন্দের পুজো মণ্ডপ। সাজছে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের সাজে। কিন্তু থিম নিয়ে শিল্পীর এমন ভাবনার ঠিক কি কারণ?
বিজনেস প্রাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শিল্পী জানান, বাংলার হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে নিয়ে কাজ করাই আসলে তার উদ্দেশ্য। যারা সুতোর গায়ে সুতো বেঁধে তৈরি করেন মখমল থেকে মলমল, কোথায় যেন, তাদের হাসি হারিয়ে যাচ্ছে। মলিন হচ্ছে তাঁত শিল্প। আর শিল্প হারিয়ে যাওয়ার যন্ত্রণা ঠিক কতটা, সেটা একজন শিল্পী খুব ভালভাবেই বোঝেন। তাই বাংলার এই তাঁত শিল্পকে ট্রিবিউট দিতেই শিল্পীর এমন অভিনব ভাবনা, যা দর্শকের মন ছুঁয়ে যাবেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ