Agriculture news
কৃষিপ্রধান ভারতবর্ষ- প্রবাদবাক্যই বলতে পারেন। তবে আজকাল কৃষির পাশাপাশি শিল্প খাতেও দারুন ছাপ ফেলছে ভারতবর্ষ। তা বলে শিকড়কে কি ভুলে যাওয়া যায়? আমরা চাষ করি আনন্দে। যে কারণে ধান, পান, ফুল, সবজি চাষে ভারতের বিশ্বজোড়া জয়জয়কার। তবে, রবি শস্য চাষে ভারত তথা বাংলাকে খুব একটা ঝক্কি পোহাতে না হলেও, তৈলবীজ এবং ডালশস্য চাষে যথেষ্ট পিছিয়ে এই গ্রামবাংলা। কিন্তু কৃষির সঙ্গে যে দেশের নাম উচ্চারিত হয়, সেই দেশের কৃষিক্ষেত্রে এত বড় ফাঁক থাকবে আর দেশ এবং রাজ্য সরকার হাত-পা গুটিয়ে বসে থাকবে- তেমনটা তো হতে পারে না। কৃষি এই দেশের আর্থিক মেরুদণ্ড। তাই কৃষিক্ষেত্রকে সর্বতভাবে উন্নতির শিখরে পৌঁছতে হবে।
সেই কারণেই এক উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হল জঙ্গলমহল জেলার ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের কাঁকুড়ে মাটিতে সেভাবে ধানচাষ হয় না বললেই চলে। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। রয়েছে বিকল্প সমাধান। কৃষি বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বলছে, এই কাঁকুড়ে মাটি মিলেট জাতীয় ফসল চাষের জন্য উপযুক্ত। বেশ কিছু জায়গায় সবজি, তিল, আলু চাষ করেন কৃষকেরা। অপেক্ষাকৃত অনুর্বর জমিতে মিলেট জাতীয় শস্য চাষ করে লাভের দিশা দেখাতে কৃষকদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন হলো ঝাড়গ্রামে। কৃষি দপ্তরের সমীক্ষা বলছে ২০২২-২৩ অর্থবর্ষে মুসুর,খেসারী,মুগ ডালচাষের পাশাপাশি তৈলবীজ হিসেবে তিল চাষ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সেই উপলক্ষ্যে এই অঞ্চলে দুটি প্রদর্শনীক্ষেত্রের আয়োজন করা হয়। প্রথম প্রদর্শনীক্ষেত্রটি করা হয় সিজুয়া গ্রাম পঞ্চায়েতের বরাগাদা ও কাঁটাপাহাড়ি মৌজায়। সেখানে বীজ ও ঔষধপত্র দেওয়া হয় ২৩০ জন কৃষককে। অন্যদিকে দ্বিতীয় প্রদর্শনী ক্ষেত্রটি করা হয় লালগড় গ্রামপঞ্চায়েতের নেতাই ও ডাইনটিকিরি মৌজায়। যেখান থেকে ১৭০ জন কৃষককে তৈল বীজ দেওয়া হয়।
তৈলবীজ চাষে উৎসাহ বাড়ছে কৃষকদের। আগামীদিনে সঠিক পদ্ধতিতে এবং কৃষি বিজ্ঞানীদের পরামর্শ মেনে চাষআবাদ করলে তারা যে ভালো পরিমাণ লাভের মুখ দেখবেন, সেটাই আশা করেন এখানকার কৃষি দপ্তরের আধিকারিকরা। শুধু তাই নয়। এই চাষে লাভ থাকার ফলে কৃষকেরা অন্যান্য চাষ ছেড়ে এই চাষে মনোনিবেশ করছেন বলেও জানান জেলার সহ কৃষি অধিকর্তা। আর তাছাড়া তিল চাষের পরিমাণ বৃদ্ধি পেলে একদিকে দেশে তৈলবীজের ঘাটতি মিটবে বলে আশাবাদী কৃষিবিভাগ। এককথায়, কম খরচে এই তিল চাষ অনেকাংশে লাভজনক চাষ বলে মনে করছেন কৃষিদপ্তর।
প্রসূন ব্যানার্জি
ঝাড়গ্রাম