Market

কৃষিক্ষেত্রে জোয়ার। খারিফ মরশুমে ভারতে ফসলের উৎপাদন একধাক্কায় বেড়ে দাঁড়ালো ১৫০ মিলিয়ন টনের বেশি। জানা গিয়েছে, ২০২০-২১ সালের খারিফ মরশুমে চাল, ডাল, সিরিলের মত শস্যের রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। একইসঙ্গে ফলন বেড়েছে আখ এবং তুলোর।
খারিফ মরশুমে মূলত ধানের বীজ বপন শুরু হয় জুন মাস থেকে। দেশের অধিকাংশ জায়গা থেকে ফসল তোলা হয় মূলত অক্টোবর মাসে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, খারিফ মরশুমে এত বিপুল অঙ্কের ফসলের উৎপাদন নিঃসন্দেহে কৃষিক্ষেত্রকে নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ধানের পাশাপাশি মনে করা হচ্ছে খারিফ মরশুমে ফলন বাড়বে ডালের। ২০২১-২২ সালে শস্যের ফলন বৃদ্ধি পেয়ে পৌঁছবে ৯.৪৫ মিলিয়ন টনে। তবে কিছুটা হলেও কমতে পারে ভুট্টা, সিরিলের মত শস্যের উৎপাদন। গত বছর ফলনের পরিমাণ যেখানে ছিল ২১.৪৪ মিলিয়ন টন, সেখানে এই শস্যের ফলন কমে দাঁড়াতে পারে ২১.২৪ মিলিয়ন টনে। তবে সেদিক থেকে অনেকটাই বাড়তে পারে তুলোর উৎপাদন।
দেশে যতবারই আর্থিক মেরুদণ্ড পঙ্গু হয়েছে অতিমারি পর্বে, ততবারই দেশের অর্থনীতিকে মজবুত করার চেষ্টা করেছে কৃষিক্ষেত্র। সেই ছবি প্রতিফলিত হল খারিফ মরশুমের কৃষিক্ষেত্রে।
ব্যুরো রিপোর্ট